এই কোর্স কাদের জন্য ?
যারা ফ্রিল্যান্সিং করবে বা অলরেডি করছেন নিজের ইনকাম টাকে নেক্স লেভেল এ নিয়ে যেতে চাতছেন এই কোর্স টি তাদের জন্য। যারা বড় কোম্পানি বা এজেন্সিতে জব করতে চাই Google ads manager হিসাবে ৷
এই কোর্স শুরু করার পূর্বে কী কী অভিজ্ঞতা থাকা দরকার ?
আমরা যেহেতু একদম শূন্য থেকে শেখাচ্ছি। তাই তোমাকে আগে থেকে তেমন কিছু জানা লাগবে না। তবে তোমার হাতে যদি সময় থাকে তাহলে এই তিনটা কাজ করে ফেলতে পারো। ১. ভিডিও দেখে দেখে জিনিসগুলো মাথায় ঢুকানোর জন্য একটুখানি ব্রেনের খালি জায়গা রাখতে হবে। ২. কোর্স এ জয়েন করলেই অটো Google Ads specialist হয়ে যাবে না। হার্ডওয়ার্ক করার, লেগে থাকার মেন্টালিটি থাকতে হবে। ৩. কোথাও আটকে গেলে হেল্প চাওয়ার মেন্টালিটি এবং লেগে থাকার ইচ্ছা রাখতে হবে।
কোর্সের মধ্যে কি কি আছে?
এই ভিডিওটি চেক কর
কোর্সটি কত দিনের ?
২ মাসে পুরো কোর্স সম্পুর্ন হয়ে যাবে। কিন্তু তোমার প্রজেক্ট পাওয়া পর্যন্ত বা যতদিন তোমার সাপোর্ট দরকার পাবে ৷
কোর্স করলে ইনকাম হবে ?
ইনকামের গ্যারান্টি দিইনা। আমি বা অন্যরা করছে বলে আপনিও পারবেন বেপারটা এরকম নাই। হার্ড ওয়ার্ক আর লেগে থাকতে পারলে অবশই পারবেন ৷
কোর্স করার পরে ইনকাম কিভাবে?
আপ ওয়ার্ক এ ফ্রিলান্সিং শুরু করবেন। আমি profile থেকে শুরু করে সব সেট করে দিবো ডিরেক্ট ক্লায়েন্ট কিভাবে পাবেন লিংকেডিন থেকে সেটার ওপর আমাদের সেশন থাকবে।
আমি ইংরেজিতে দুর্বল?
আমি আমার ভার্সিটি লাইফ - এ চার বছর ইংরেজি পড়াইছি সেটা কাজে লাগিয়ে রেকর্ডেড টিউটোরিয়াল বানাতছি ৷ যা আপনার ইংরেজি দুর্বলতা ও ক্লায়েন্ট এর সাথে চ্যাটিং কিভাবে করবেন তা শিখবেন ৷
ক্লাস কিভাবে হবে?
zoom App এর মাধ্যমে ক্লাস এর লিংক আমাদের প্রাইভেট গুরুপে পেয়ে যাবেন। If you have not install zoom app just install it
সার্পোর্ট কিভাবে পারো?
ফেসবুক গুরুপে ও আমি zoom এর মাধ্যম আপনাকে সার্পোর্ট দিবো।
ভর্তি হবার আগে আপনার সাথে কথা বলতে চাই?
আমি দুঃখিত আমার ব্যস্ততার কারনে ফোন বা ইনবক্স বোঝায়না ৷ আপনি ভর্তি হলে আমি আপনার অ্যাডমিশন কনফার্ম করবো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন